অ্যাপল ও চীনা স্মার্টফোন নির্মাতাদের টেক্কা দিতে বাজারে বছরের প্রথমেই নতুন ডিভাইস নিয়ে এল দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং। গত বুধবার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এস২৫ সিরিজটি নিয়ে আসে কোম্পানিটি। এই সিরিজের মডেলগুলোকে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা আরও উন্নত এআই ফিচার প্রক্রিয়াধীনে সাহায্য করবে।
এস২৫ সিরিজে গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস, গ্যালাক্সি এস২৫ আলট্রা ও গ্যালাক্সি এস২৫ এজ—এই চারটি ফোন অন্তর্ভুক্ত রয়েছে। গ্যালাক্সি এস২৫ এজ ফোনটি বেশ হালকা–পাতলা হবে জানিয়েছে স্যামসাং। তবে মডেলটির বিস্তারিত ফিচার ও স্পেসিফিকেশন জানায়নি কোম্পানিটি।
এস২৫ সিরিজের উন্মোচনের পাশাপাশি স্যামসাং তাদের ওয়ানইউআই ৭ চালু করেছে। এতে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে—জেমিনির উন্নত ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স। এখন, স্যামসাংয়ের নিজস্ব অ্যাপ, যেমন নোটস এবং ক্যালেন্ডারের সঙ্গে একত্রিত হয়ে কাজ করবে জেমিনি অ্যাসিস্ট্যান্ট এবং লাইভ চ্যাট সমর্থন করবে। আপলোড করা ফাইল এবং ছবি নিয়েও এআই চ্যাট করতে পারবে।
এস২৫ সিরিজে অ্যান্ড্রয়েড ১৫ এবং স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেম মিলে দ্রুত প্রতিক্রিয়া এবং আরও বেশি নিরাপত্তা সুরক্ষা প্রতিশ্রুতি দেয়। ডিভাইসটি নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ৮ এলাইট প্রসেসর নিয়ে এসেছে, যা বিভিন্ন এআই ফিচার আরও ভালোভাবে প্রক্রিয়াধীন করতে পারবে।
অ্যাপল ও চীনা স্মার্টফোন নির্মাতাদের টেক্কা দিতে বাজারে বছরের প্রথমেই নতুন ডিভাইস নিয়ে এল দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং। গত বুধবার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এস২৫ সিরিজটি নিয়ে আসে কোম্পানিটি। এই সিরিজের মডেলগুলোকে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা আরও উন্নত এআই ফিচার প্রক্রিয়াধীনে সাহায্য করবে।
এস২৫ সিরিজে গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস, গ্যালাক্সি এস২৫ আলট্রা ও গ্যালাক্সি এস২৫ এজ—এই চারটি ফোন অন্তর্ভুক্ত রয়েছে। গ্যালাক্সি এস২৫ এজ ফোনটি বেশ হালকা–পাতলা হবে জানিয়েছে স্যামসাং। তবে মডেলটির বিস্তারিত ফিচার ও স্পেসিফিকেশন জানায়নি কোম্পানিটি।
এস২৫ সিরিজের উন্মোচনের পাশাপাশি স্যামসাং তাদের ওয়ানইউআই ৭ চালু করেছে। এতে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে—জেমিনির উন্নত ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স। এখন, স্যামসাংয়ের নিজস্ব অ্যাপ, যেমন নোটস এবং ক্যালেন্ডারের সঙ্গে একত্রিত হয়ে কাজ করবে জেমিনি অ্যাসিস্ট্যান্ট এবং লাইভ চ্যাট সমর্থন করবে। আপলোড করা ফাইল এবং ছবি নিয়েও এআই চ্যাট করতে পারবে।
এস২৫ সিরিজে অ্যান্ড্রয়েড ১৫ এবং স্যামসাংয়ের ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেম মিলে দ্রুত প্রতিক্রিয়া এবং আরও বেশি নিরাপত্তা সুরক্ষা প্রতিশ্রুতি দেয়। ডিভাইসটি নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ৮ এলাইট প্রসেসর নিয়ে এসেছে, যা বিভিন্ন এআই ফিচার আরও ভালোভাবে প্রক্রিয়াধীন করতে পারবে।
অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডের মতো ‘নাও বার’ ফিচার এনেছে স্যামসাং। এটি থেকে একনজরে কাস্টমাইজ তথ্য পাওয়া যাবে। ফোনে খেলার লাইভ স্কোরের পাশাপাশি আগ্রহের ওপর ভিত্তি করে শীর্ষ সংবাদ স্বয়ংক্রিয়ভাবে এই বারে দেখানো হবে।
একইভাবে নাউ ব্রিফ নামের একটি নতুন ফিচারও দেখা যাবে। এটি সকালের শীর্ষ সংবাদ, আবহাওয়াসহ অনেক তথ্য দেখাবে। এ ছাড়া এতে কাস্টমাইজড উপাদান যেমন ক্যালেন্ডার, বেডরুমের বাতাসের তাপমাত্রা, কার্বন ড্রাই–অক্সাইডের মাত্রা ইত্যাদি যুক্ত করা যাবে। । উল্লেখ্য, ব্যবহারকারীর পারসোনালাইজড ডেটার ওপর ভিত্তি করে নাউ ব্রিফ বিভিন্ন বিষয় সুপারিশ বা রিকমেন্ড করে থাকে।
নতুন এই সিরিজে স্যামসাংয়ের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবির উন্নত সংস্করণও থাকবে। মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন এবং হোম অ্যাপ্লায়েন্স-স্যামসাং ইকোসিস্টেমের বিভিন্ন পণ্যে ডিজিটাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিক্সবি করা হয়। এবার এস২৫ সিরিজের ফোনে গুগল জেমিনি-কে যুক্ত করা হয়েছে। ফলে এসব হোম অ্যাপ্লিয়ান্সের তথ্য সরাসরি ফোনে পাওয়া যাকে। স্যামসাং বলছে, বিক্সবি ও জেমিনি একে-অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে।
উদাহরণস্বরূপ, যদি ফোনটি স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এবং স্মার্ট থার্মোস্ট্যাটের সঙ্গে সংযুক্ত থাকে, তবে এআই বুঝতে পারবে কোন তাপমাত্রায় ব্যবহারকারী ভালো ঘুম হয়। এই প্যাটার্ন শিখলে এআই স্বয়ংক্রিয়ভাবে থার্মোস্ট্যাটকে উপযুক্ত তাপমাত্রায় সেট করবে।
Comments 0